পুরোনো প্রেমের গন্ধ কি দূর হয়!
ধরা ছোঁয়ার বাইরে থেকেও
করে যায় হৃদয়ের ক্ষয়।

কত দিন হলো! পাই নি খবর–
কেমন আছে প্রিয় পাথরাজ নদী?
জলের সাথে মাছরাঙার খেলা,
কলেজ মাঠে সেই সব পাখি–
আজও কি ডাকে আগের মতো?
যে কূজন শুনে সরে যেতো মনের ক্ষত।

নদীটার বাঁকে বটবৃক্ষের ছায়াতলে বসে
ভারাক্রান্ত মনের সকল ভার
যখন-তখন রেখে আসতাম অনায়াসে।

খুব মনে পড়ছে; রাজার দিঘির কথা–
দক্ষিণ পাড়ে শান বাঁধানো ঘাটে বসে
জলের উপর দেখতাম চাঁদের দুলনি,
গ্রীষ্মের সন্ধ্যাগুলি কাটতো শীতল বাতাসে।
পাইলট স্কুলের মাঠে বসে গল্পের আসর–
অনুভূতিতে তোলে আজ ভীষণ বিষন্নতার ঝড়।

'করোনা' করে রেখেছে বন্দী; বিপন্ন জীবন–
জেগে উঠে স্মৃতির আরশিতে সুখের মুহূর্ত;
রঙিন দৃষ্টি গুলো করেছে অনিচ্ছায় আত্মহনন।
------------------------------------------
২৩/০৭/২০২০🖋️