জানি অদৃশ্য এক ডোরে
            দুজনেই বাধা দুজনের কাছে,
            সেই ডোর তো প্রণয়ের ডোর
            শত স্বপ্ন আঁকা প্রতি ভাজে।।

            প্রণয় ডোরে দুজন দুজনার হয়
            কিছু নিয়মের ফাঁদে কোন একদিন
            সেই সে বন্ধন থেকে যায় অটুট
            থেকে যায় আমরণ, চিরদিন।।

            আশ্চর্যের কথা, বিধাতার খেলা
            একই করেছে দুজনের জন্মলগ্ন দিন,
            শুভেচ্ছা জানিয়ে বলি, একই দিনে
            দুজনে করে যেও শোধ পৃথিবীর ঋণ।

            চারখানা হাত থাকে যেনো ধরা
                           একে অপরের সাথে,
            মনের সাথে মন থাকে যেনো বাধা-
                     শুভ কামনা হৃদয়ও হতে।
------------------------------------------
২২/০১/২০১৯🖋️          
উৎসর্গঃ 💓Happy  জুটি
Sayed Chowdhury 💓 Nipa Chowdhury ☣️