সুদিনে অনেকেই পাশে থাকে,
লুকায়িত স্বার্থ সিদ্ধ হলে পড়ে থাকে
শুন্য চেয়ার।
তোমার পাশে পড়ে থাকা এক
শুন্য চেয়ারে তাকালেই দেখতে পাবে
কে কে ছিলো এতদিন; তোমার পাশে–
যতদিন তুমি দিতে পেরেছিলে উজার করে
কিংবা তারা নিতে পেরেছিলো কৌশলে
আর সুযোগ বুঝে কেটে পড়েছে বৃন্দাবনে।
ক্ষমা তাদের করতেই পারো;
যদিও তারা ক্ষমার যোগ্য নয়– কালপ্রিট,
নিজ গুণে ক্ষমা করলেও মনে রেখো
হৃদয়ের রক্ত শোষণ করার সুযোগ
কাউকেই দ্বিতীয়বার দিতে নেই,
শুন্য চেয়ারের সাথে জনম জনম
একাকার হয়ে থেকো।
__________________
১৯/০৪/২০২৩🖋️