আমার ভালো থাকা দেখে নিজেই বারবার
অবাক হয়ে যাই– নদী ভাঙ্গনে সব হারানো
মানুষগুলোর থেকে অনেক ভালো আছি,
হাসপাতালের বেডে যারা ছটফট করছে,
চোখ থাকতেও যারা অন্ধকারে বেঁচে আছে,
পঙ্গুত্বের কাছে হার মেনে যারা
                    কোন রকমের বেঁচে আছে-
আমি তাদের থেকে অনেক ভালো আছি।

যারা বিসিএস ক্যাডার হয়ে আজও
বেকারত্বের বেড়াজাল ছিড়তে পারেনি, যারা
নেশার নদীতে হারিয়ে ফেলেছে নিজেদের,
               শেষ হচ্ছে তিলতিল করে, সত্যি
আমি তাদের থেকে অনেক ভালো আছি।

এই তো সেদিনের কথা; ঢাকায়, আদাবর দশে
মাছের বাজারে আট দশ বছরের ছোট একটা
ফুটফুটে মেয়েকে দেখে কেঁদেছিলাম–
জন্ম থেকেই তার দু'পায়ের গোড়ালি বাঁকা,
                    শরীরের ভার বহনে অক্ষম,
আহ! কি মায়াবী রূপ, কি চমৎকার
মুখের গড়ন, ভিক্ষার থালা নিয়ে বসে আছে
                      শক্ত ফ্লোরে দু'পা ছড়িয়ে-
আমি তার থেকে অনেক গুণ ভালো আছি;
আমি সত্যি বলছি; অনেক ভালো আছি।
_____________________
০৩/১০/২০১৮🖋️