দু' হাত আজও প্রসারিত রয়েছে,
অতীতে যেমন ছিলো; আকাশ যেমন থাকে–
যতই করো অবিচার, যতই ঠেলে দাও
একাকীত্বের মাঝে– হাত দু'খানা কোন
বটবৃক্ষের মতো প্রসারিত থেকেই যাবে।
তবুও, বন্ধন গুলো কেমন যেনো হালকা
হয়ে আসছে- কেউ কি বুঝতে পারছো?
মনে প্রাণে চাই সে দিনটা যেনো না আসে–
লজ্জায় কিংবা অনুশোচনায় লুকিয়ে রাখবে
নিজেদের গৌরবময় মুখ নিজেদেরই হাত দিয়ে!
তোমাদের কাছ থেকে পাওয়া
যত সব কাঁটা আর পেরেক
বুকে, হৃদয়ে বিঁধে থাকার পরেও
যদি হাসতে পারি–
সেদিনও হাসবো, এই হাসি থাকবেই,
হাসিটাও আজকের মতোই
পবিত্র-ই থাকবে, ভুল সংবেদনে
'তাচ্ছিল্যের হাসি' ভেবো না ভুল করেও।
সুখে-দুঃখে হেসে যাওয়াটাই
আমার সহজাত স্বভাব,
জীবনে এক অনন্য; পরম তৃপ্তিকর অনুভূতি।
------------------------------------------
০৫/০১/২০২০🖋️