গত রাতটা ছিলো যেন জীবনায়ুর
                        সবচেয়ে দীর্ঘতম রাত!
এ রাত যেন হাজার রাতের সমাহারে সমৃদ্ধ,
কালো থেকে আরো বেশি ঘোরতর কালো।

দুটি পরিবারের অন্তর্দন্দ্ব, অন্তরে-অন্তরে
দীর্ঘদিন ধরে মিটিমিটি করে জ্বলা আগুন,
হাজার বছরের মান-অভিমানের অবসান
                     করতে চেয়েছিলাম, কিন্তু–
অতীতের মতো এবারো ব্যর্থ, হিতে বিপরিত,
সবার চোখে আজ আমি চান্ডাল, কালপ্রিট,
সেই মিটিমিটি করে নিরবে জ্বলা অন্তরাগুনে
কেরোসিন ঢেলে শুধু গতিবেগই যেন বাড়ালাম।

বিজয়ীর গ'লে ফুলের মালা সবাই দেয়,
কিন্তু প্রকৃতিকে নতুন করে সাজানোর যুদ্ধে
পরাজিত সৈনিকের হৃদয় পোঁড়ার গন্ধ
                       ক'জন আর নাকে পায়?

আজ সব দোষ আমার, হাজার অপবাদের
ঢাঁকি একা আমারই ঘাড়েগর্দানে,
কষ্টের হাসিতে রাতটাও হেসেছে,
ভোর হয়েছে হাজার রাতের সময় নিয়ে,
সূর্যোদয়ের সাথে হাতরে দেখি বুকের ভেতর;
                     হৃদয়টা একমুঠো ছাঁই।
------------------------------------------
২০/০৫/২০১৭🖋️