কেঁদেছিল আকাশ- বাতাস, জল ও মাটি,
সাগর-নদী, পাহাড়- ঝর্ণাও কেঁদেছিল খুব,
কেঁদেছিল প্রাচীন বৃক্ষ, বন-জঙ্গল, তরুলতা,
                     পাতার ফাঁকে বসে নিরীহ পাখি–
কেঁদেছিল পুড়ে যাওয়া বসত ভিটা, স্বপ্ন,
পথের কুকুর, বনের হিংস্র বাঘ, শিয়াল,
                         কদার্য হায়েনার দলও।

আহাজারি করেছিলো বৃদ্ধ বাবা, অন্ধ মা,
লাশের পাশে কেঁদেছিল কত অবুঝ শিশু,
প্রতিবন্ধী শিশুগুলোও হয়েছিল হতবাক,
বুলেটের শব্দ, লাশের স্তুপ, শোক আর শোক–
তবুও কাঁদেনি পাকিস্তানী কু-জন্মার দল,
এতো কান্না, এতো আহাজারি, শোকসন্তপ্ত
                               সবিনয় নিবেদন–
কোনো কিছুই পারে নি তাদের হৃদয় গলাতে।

অবশেষে পাষাণ পাথরে বেঁধে মন - প্রাণ
স্বাধীনতার স্বপ্নে বিভোর হয়ে পূর্ব বাংলার
আপামর জনতা সমস্বরে গেয়ে উঠে হুংকারে
                             শেকল ভাঙার গান।

হারানো সোনার বাংলা, স্বপ্ন ফিরিয়ে আনতে
কতো প্রাণ অকালে করে গেলো যাঁরা দান–
সে-ই ঋণ শ্রদ্ধা আর ভালোবাসা ছাড়া
                   শোধ করার নেই কোনো উপাদান।

হে বীর সন্তানেরা, শহীদ কিংবা গাজী–
                যে যে পাড়েই থাকো; ভালো থেকো।
_______________________
১১২/১২/২০২০🖋️          

একটি বাংলাদেশ- ১৬ থেকে ১২