তিনি কবিতা ভালো বাসেন,
গল্প কিংবা কোনো ঘটনার বর্ণনাও
ভীষণ ভালো বাসেন–
অন্যের লিখা কতটা পড়েন; জানি না,
আমার সকল লিখা– গল্প-কবিতা,
যেসব লিখা সাহিত্যের মানদণ্ডেই পড়ে না–
গভীর মনোযোগে তিনি পড়েন,
—এ আমার বিশ্বাস।
আমিও তাকে খুঁজে পাই সর্বত্র–
ঝর্ণার মসৃণ শব্দের মতো হাসি,
মায়ার সাগর খেলা করে দু'চোখে,
মুখাবয়ব যেন স্নেহমাখা পরশের নিবিড়
বেলাভূমি।
তিনি পাখির ঠোঁটের মতো চঞ্চল আবার
হেমন্তের নদীর মতো ধীর- শান্ত অথবা
শান্তির প্রতীক।
কখনো কখনো প্রজাপতির মতো রঙিন,
কখনো সফেদ বালিহাঁসের মতো নিরব–
আরো অনেক অনেক উপমা...।
অথচ, 'শুভ জন্মদিন' শব্দদুটি সাজিয়ে
শুভেচ্ছা জানাতেও আমি ব্যর্থ।
আত্মার আত্মীয়– তিনি; মেজো ভাবি,
শ্রদ্ধার আসনে বাস করেন যে বসনে–
সম্মান করি– তাকে কল্পনার তুলিতে আঁকি
হৃদয়ের কোমল বিবর্ণ ক্যানভাসে এবং
ভীষণ ভালোবাসি।
_________________________
২২/১২/২০২০🖋️
উৎসর্গঃ Mou Zahid