(এক)
যদি শেষ বলটা সোজা স্ট্যাম্প ভেঙ্গে দিতো!
কটবিহাইন্ড, রান আউট অথবা ডট বল হতো!
অথবা ওভার বাউন্ডারি না হয়ে তিন রান হতো!
বিজয় উল্লাসের প্রস্তুতি ছিলো বাংলাদেশ জুড়ে
হায়! পোড়া কপাল, হাজার মানুষের স্বপ্নের মৃত্যু
রোহিত আর কার্তিক' জ্বলন্ত দুটো ছুড়ি'র নাম।
(দুই)
যদি ঊনিশতম ওভারে এতো রান না হতো!
রুবেল, সৌম্য নিজেকে দণ্ড দিয়েছে বারবার,
রান আউটের থ্রো গুলো স্ট্যাম্প বরাবর হতো!
রিয়াদ আর তিনটা বলে ফেস করতে পারতো!
না, বলবো না– যা হবার হয়েছে; ঘুরে দাঁড়াবো
কাল আবার, তবে রোহিত আর কার্তিক
দুটো বিষফোঁড়ার নাম।।
----------------------------------------
১৯/০৩/২০১৮🖋️
উৎসর্গঃ ১৮/০৩/২০১৮ তারিখে #নিদহাস ট্রফি/২০১৮ এর ফাইনাল খেলায় ভারতীয় ক্রিকেট দলের বিপক্ষে শেষ বল পর্যন্ত জয়ের আশা জিয়ে রাখা টাইগার বাহিনীকে অভিনন্দন।