তুমি ডাকিতেছো কারে
                        এই বন্দরে?
এখানে ছোট বড় সকলে কর্ম ব্যাস্ত
শত কোলাহলেও নিঃস্ব; হৃদয় সমস্ত।

কখন সূর্য উঠে আর কখন ডুবে–
আজ সে হিসেব নেই কারো কাছে,
জ্যোৎস্নার রঙ সমেত বর্ষাস্নাত রাত
নিয়নের আলো সব খেয়ে নিয়েছে।

এখানে সবাই কোকিল– সবাই কাক,
সময়ে সময়ে শুধু জেগে উঠে বিষাদ,
কল্পনাতেই পাওয়া যায় একটুকরো সুখ,
বাদবাকি গল্পটা শুধু দুঃখে উৎসুক।।

তবুও শুনিতে পাই ধর্মে কর্মে
কে যেন মানবতার সুর তোলে!
বৈরী বাও কেটে সদা উজান্মুখে
নাও ভাসিয়ে কে যেন এগিয়ে চলে!

অচেনা সেই জনের তরে
                 শত শ্রদ্ধা অন্তরে,
তার আহবানে ইট-পাথরের সভ্যতায়
প্রাণের পাশে প্রাণ দাঁড়াক স্বমহিমায়।।
______________________
২৭/০৫/২০২৩🖋️