পুরো দেশটাকে 'করোনা' ধরেছে আজ খামছে-
জিতবে জাতি, লাল সবুজের পতাকা উড়ছে।।
এ জাতি বাঙালি, মরতে জানে; হারতে জানেনা
আজ ঘরে থাকাটাই যুদ্ধ; মশাই ভুলে যেও না।

অস্ত্র হাতে নয় মাস খেয়ে না খেয়ে
করেছি স্বাধীনতা পেতে লড়াই-
ক'টা দিন একলা ঘরে রুদ্ধ থেকে
করতে চাই সেই যুদ্ধের বড়াই।
'করোনা'র সাথে যুদ্ধজয়ে থাকবো বন্দীঘরে–
বিশ্ববাসী আবার দেখুক- জিতি কেমন করে!

প্রাণের বাংলার স্বাধীনতার মহান এই দিনে
সবে মিলে শপথ করি এসো–
বাঁচতে হবে; বাঁচাতে হবে– জিততেও হবে,
সবে মিলে দেশকে ভালোবেসো।
ঘর থেকে বের হবো না; না থাকলে প্রয়োজন
কাজ সেরেই ঘরে ফিরতে সজাগ রাখবো মন।।

নিরুপায় হয়ে পেটের দায়ে যাদের রোজ
যেতেই হয় নির্ধারিত কর্মস্থল-
সবার আগে ফিরে আসার ভাবনায় যেন
থাকে তাদের আপন আবাসস্থল।
ঘন ঘন সাবান পানিতে ধুয়ে নেব হাত-মুখ,
'করোনা' বিতাড়িত করে ভাগ করে নেব সুখ।।

কুড়ি লিঃ পানিতে এক চা-চামচ ব্লিচিং পাউডার
ভালো করে মিশ্রণ বাড়িতে স্প্রে করবো বারবার।
ভাই-বন্ধু, আত্মীয়স্বজন, শুনো প্রাণের দেশবাসী
'করোনা' দূর করে মুখে ফুটাবো স্বাধীনতার হাসি।
------------------------------------------
২৬/০৩/২০২০🖋️          
#জয়_বাংলা #বাংলাদেশ_চিরজীবী_হোক
#কোভিড_১৯ কালে লিখা।