ঠিক পাঁচ বছর কম তিন যুগের পরিসমাপ্তি
আজ, ঠিক কালো রাতের এগারোটা বেজে
ঊনষাট মিনিট ঊনষাট সেকেন্ডের পর।
আর বারোটা বাজার সাথে সাথে শুরু হবে
নতুন আরেক বছরের জীবন, নতুন কোন স্বপ্নের
জাল বুনতে বুনতে– স্বপ্ন! সে আবার কী?
এক স্বপ্নের কথা ভাবতে গিয়ে মনের ক্যানভাসে
ভেসে উঠলো ভেস্তে যাওয়া শত স্বপ্ন।
হ্যাঁ, অনেক স্বপ্ন দেখেছিলাম- যখন ক্লাসে স্যার
পড়া না পারার কারণে না বুঝিয়ে পেটাতো, তখন-
স্বপ্ন ছিলো, 'সাচ্চা শিক্ষক হবো, বুঝিয়ে পড়াবো'
ডাক্তারের দরবারে রোগীদের নাজেহাল দৃশ্যে
আমি স্বপ্ন দেখেছিলাম, 'দরদী ডাক্তার হবো'।
নির্বোধ মানুষেরা যখন ঘটি বাটি সব শপে দেয়
উকিলবাবুর হাতে, শালা তবুও আরো চায়,
মামলাগুলো বছরের পর বছর দীর্ঘ হয়,
তখন স্বপ্ন দেখেছিলাম, ' আদর্শ উকিল হবো'।
বাবা আর মা স্বপ্ন দেখেছিলো- কোন সরকারী
অফিসের ছোট হলেও সাহেব হবো---।
সাংসারিক কষ্ট দেখে স্বপ্ন দেখেছি-
একটা ভালো কাজ করে জীবীকা নির্বাহ করার।
জনদরদীও হতে চেয়েছিলাম শূন্য হতে।
এমন অগণিত স্বপ্ন দেখে যেতে যেতে শুধু;
দেখা হয় নি- নিরাকারে নিয়তীর এঁকে রাখা স্বপ্ন,
যা কখনো স্বপ্ন দেখিনি, ভুল করেও ভাবি নি
তাই হয়েছি আমি, স্বপ্ন দেখবো না আর-
শপথ করেছিলাম বারবার, তবুও; স্বপ্ন'রা আবার
কড়া নাড়ছে, যখন নিজেকে হারিয়েছি একমাত্র
মেয়ে (তাস) আর ছেলে (হাসীবের) মাঝে।
শত স্বপ্ন আজ ভিন্নভাবে ঝুনঝুন শব্দে এগিয়ে
আসছে মৃদু পায়ে, আশাভঙ্গের গান ভুলিয়ে-
তাদের অনাগত ভবিষ্যৎকে মুঠোও ধরে।।
-------------------------------------------
৩০/১২/২০১৭🖋️