আবার ঈদ এলো;
তাই মনে ভয়, আবার কি সংঘাত হবে-
মালিক আর শ্রমিকের মাঝে?

এইতো গেলো কয়েক বছর ধরে
বেতন বোনাসের দাবী নিয়ে সংঘাত চলছেই,
গত বছর কত শ্রমিকের দেহ হতে
কত যে রক্ত ঝরলো, আজও পিচ ঢালা
রাস্তার উপর লেগে আছে রক্তের দাগ,
আহত শ্রমিকের চিকিৎসার খরচ
                         আজও শোধ হয়নি,
আজও তারা পায়নি ন্যায্য পাওনা,
রক্ত শোষক মালিকেরা আজও রয়ে গেছে
                            ধরা-ছোঁয়ার বাইরে।

তবে এবার যদি আবারো সংঘাত হয়!
জয় তবে নিশ্চয়ই শ্রমিকেরই হবে।
ভুখা শ্রমিক ভাইয়েরা আমার পিঠ দেখাতে
প্রাচীন থেকেই অভ্যস্ত নয়, তারা নির্ভয়ে
বুক দেখাতে জানে– মরণ বাণেও;
                   শ্রমিকেরই জয় নিশ্চয়ই।

হও হুশিয়ার, দিকে দিকে রয়েছো যত-
অত্যাচারী রক্তপিপাসু শাসক আর
               বিবেকহীন পুঁজিবাদী শোষক,
সময় ফুরিয়ে এলে প্রতিবাদের নগ্ন পায়ে
পদদলিত হয় সব অহংকারের স্তম্ভ।
----------------------------------------
১৭/০৬/২০১৬🖋️