আকাশ মেঘলা– শ্রাবণের সাদাকালো আকাশ,
এই বৃষ্টি আসে; এই থেমে যায়, গুমোট ভাব,
শ্রাবণের এমন দিনে সন্ধ্যার পূর্ব মুহূর্তগুলো
                    কেমন যেন বিষন্ন মনে হয়!

ছুটে যাই নদীর ধারে, প্রকৃতির স্নিগ্ধ সুনির্মল
উঠোনে, ছুটে যাই- প্রিয়তম পাথরাজ নদীর
উৎপত্তিস্থল 'ছলছলি'র শান্ত, সুনিবিড়,
ছায়া মাখা, প্রেমময়, মায়া জাগানিয়া কোলে।

গতকালও গিয়েছিলাম– ছলছলির দুই পাড়ে
ভেজা সবুজ ঘাস, গাছের ডালে ডালে
পাখিদের বৈঠক চলছে জোরেসোরে,
কয়েকটি টুনটুনি ছোট ছোট ঝোঁপঝাঁড়ে
               নীড় বানাতে খুব খেটে যাচ্ছে।
ছলছলির পানি নিজের মতো নদীর বুকে
আছড়ে পড়ছে–  শান্ত, স্নিগ্ধময়, হৃদয় জুড়ানো
             মনোমুগ্ধকর সুনিবিড় পরিবেশ।

অনেকে প্রকৃতির সৌন্দর্য-রূপ-লাবণ্য অবলোকনে-
আনন্দ উপভোগ করতে এসেছে দলবেঁধে,
হঠাৎ লক্ষ্য করলাম, 'ছোট ছোট শিশুরা
কেমন যেন ভয়ার্ত চোখে আমাকে দেখছে!'
আমি তাদের এলাকায় নতুন; হয়তো ভাবছে-
যদি 'ছেলে ধরা' হই! এখন যে সময় মন্দের মন্দ।

ইচ্ছে করলো তাদের ডেকে বলি- ওরে বাবু,
আমিও তোমাদের মতো নদী প্রেমিক,
প্রকৃতির সৌন্দর্য ডাকে ঘরে থাকতে পারি না।
সাহস হলো না; যদি ভুল করে বসে!
গণপিটুনিতে আমার অবস্থা কল্পনায় দেখে
ফিরে এলাম নিরবে- শিশুদের মনে স্বস্তি দিয়ে।

আসতে আসতে ভাবি- সময় এখন মন্দের মন্দ,
ভালোর ভালোটা না আসুক, ভালোটাই কি
আসবে না কখনো? আমরা কি মানুষ?
------------------------------------------
২৪/০৭/২০১৯🖋️