পুবের আকাশে সূর্যোদয়ের আগে
রোজ রোজ বড্ড ইচ্ছে করে–
দূরে কোথাও চলে যেতে
এই শহরের বেড়াজাল ছিড়ে;
কাউকে না জানিয়ে; চুপিসারে...।

দেখতে চাই প্রভাত বেলায়
সবুজ ঘাসের কচি গতরে–
কেমন করে ঝরে হায়;
প্রেয়সী শিশির ফোটা পড়ে?
সকালটা হেসে উঠে কেমন করে?

ঘুম থেকে উঠে আর আমি
শুনতে চাই না গাড়ির বাঁশি,
নরম হৃদয় হয়েছে তপ্ত ভূমি
পাখির কূজনে যেতে চাই ভাসি–
আমি হতে চাই বড্ড উদাসী.....।

আমি নদীর ধারে বসে বসে
কাটাতে চাই প্রত্যেকটা বিকেল,
মন ধুতে চাই দূষণ মুক্ত বাতাসে,
মগজের ভাজে কেন বেদনার এঁটেল?
এ শহর যেন আজীবনের জেল.....।
---------------------
২২/১১/২০২০🖋️

বদ্দা, Anowar Chowdhury 'র সৌজন্যে।