কলমের নিব দিয়ে আঁকা
বর্ণের সন্ধিতে সাজানো শব্দমালা
কাছে কিংবা দূরের, চেনা কিংবা অচেনা
                     অনেককে করে পরমাত্মীয়।

মনোবলের শক্তি খোয়াইও না বন্ধু–
নিজের প্রতি রেখো অগাধ আস্থা,
ভুল পথে বাড়ানো পা ফিরিয়ে আনো–
যে পথে থাকে শুধু মনদহনের যন্ত্রণা,
নেশার ঘোর কাটিয়ে মাতো পদ্যের প্রেমে,
ছদ্মবেশে পরকীয়াতে শুধু সময়ের ক্ষয়–
শারীরিক কাম তৃষ্ণা মিটতে পারে,
হৃদয়ের স্বাদে লেনদেনের থাকে না কিছু।

তুমি সবল হয়ে দুর্বলের প্রতি
নিতে পারো না সুযোগ; একদিন কাঁদবে,
হোমারের কথা আয়ু শেষে ভেবে কি লাভ–
'অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো'।
সময় থাকতে খোলো বিবেকের তালা,
যে সুখে ভাসছো; তাতেই খুশি থেকো
নচেৎ দুঃখ অনলে পুড়বে অযথা,
                      পোড়াবে আরো অনেককে।

কারো কলমের নিব দিয়ে ঝরা এমন শব্দ
তোমার মনপুত নাও হতে পারে; তবুও এক
সুন্দর পৃথিবী গড়তে সব কবি-সাহিত্যক,
               গল্পকার, গীতিকার, উপন্যাসিক–
অদম্য শব্দ শ্রমিক হয়ে এভাবেই মানুষের
পাশে থেকে ভূমিকা রাখে নিরন্তর।
______________________
২২/০৮/২০২০🖋️