জানি, তুমি বা তোমরা–
তাকে অনেক অনেক ভালোবাসো।
তোমাদের বাড়িতে এক দিনের জন্য
তার অনুপস্থিতি বিরাট শূন্যতা সৃষ্টি করে,
তার অসুখে-বিসুখে তোমাদের মন হয় বিষন্ন,
তার নিজের কিংবা তার পরিবারের
                      কারো বিপদের কথা শুনে
তোমরা ভীষণ রকম ভাবান্নিত হয়ে উঠো,
জানি তোমরা তাকে খুব ভালোবাসো–
আর এটাও জানি সবকিছু লোক দেখানো;
                        অভিনয় ছাড়া কিছু নয়।

সে সব কিছু বুঝেও;
না বুঝার ভান করে তোমাদের সাথে মিশে
নিজেকে নিয়ে যায় অনেক দূর আর
সে যে এমনই, এভাবেই চলে, চলতে থাকে।
নিখুঁত ভাবে অনুভব করে তোমাদের উদারতা,
সহানুভূতি, মানসিকতা আর প্রেম....!

ভালো থেকো সবসময়,
অভিশাপ দেওয়া কিংবা আফসোসে নিজেকে
পোড়াতে মোটেও ভালোবাসে না সে,
                          সে অন্যরকম একজন।।
----------------------------------------
৩১/০৫/২০১৬🖋️