কত ঝড় গেল জীবনের উপর দিয়ে!
কত কিছুই ঘটে গেল জীবনে,
যা পেয়েছি; তার সমান না হারালেও–
হারানোর দুঃখটা বরাবর বেশিই।
কতজন চলে গেল চিরতরে!
আবার কতজন থেকেও নেই পাশে,
অনেকের কাছে আমি অচেনা,
আমিও ভুলেছি অনেককিছু।
কিন্তু একজন!
কোন একজনকে ভুলতে পারিনা,
যাকে ভুলতে হাজার চেষ্টা করি–
হাজার ব্যস্ততার একটু খানি ফাঁকে
সে চলে আসে বারবার,
যাকে নিজ মুখে ফিরিয়ে দিয়েছি।
সে রয়ে গেছে স্মৃতির ডালিতে এবং
আমৃত্যু হৃদয়পটে থেকেই যাবে বোধহয়,
আর তাই যন্ত্রনায় নীল হতেই থাকবো
ফিরিয়ে দেওয়ার অপরাধবোধে?
-------------------------------------------
০৬/০৮/২০১৫🖋️