তুমি না কি এখনো আমাকে ভালোবাসো!
আমার কথা ভেবে বেলা-অবেলায় কাঁদো!
দীর্ঘশ্বাস ছাড়ো শূন্য-মাঝে,
আমার কোন কবিতা কিংবা গানের কলি
ফেসবুকের পাতা থেকে খুঁজে অথবা
কারো মুখ থেকে টুকে রাখো, আবৃতি করো;
আনমনে, একা একা গুণগুণও করো
কাজে বে-খেয়ালী হয়ে।।
শুনেছি– যদি কখনো সুযোগ পাও
'কত ভালোবেসেছিলে, আজও নাকি অনেক
ভালোবাসো এই শিরোনামহীন আমাকে!'
তার প্রমাণও দিবে?
আর সেই আমি বলি, 'সব অভিনয় অথবা
যে সুখের রাজ্য পাবে ভেবেছিলে, হয়তো;
তা হয় নি পাওয়া– তাই তোমার হৃদয়ে আজ
অনুশোচনায় আমার আনাগোনা।'
দিয়াশালাইয়ের একটা মাত্র কাঠি ধরাধামে
কত বার জ্বলে? –আমি তো সেদিনই
জ্বলে গেছি শেষবারের মতো- যেদিন,
তুমি চলে গেলে আমার প্রেম উপেক্ষা করে।
আর জ্বলবো না– জ্বলবো না কোন দিন,
কারো চোখের জলে সতেজও হবো না,
অঙ্গার হয়ে আছি।।
সেদিন থেকে কান্নাও ভুলে গেছি,
তোমাকেও আর ভাবি না আমি ভুল করে,
তবে দিয়াশলাইয়ের কাঠিটা তেজে জ্বলে উঠে
নিভে গেলে ছোট্ট ধোয়ার গোলা যেমন করে
মহাশূন্যে ভেসে বেড়াতে বেড়াতে অদৃশ্য হয়;
আমিও তেমনি করে একদিন এই ভাসমান জীবনের ইতি টানবো নিজেরই অজান্তে,
অভিনয় আর করো না।
------------------------------------------
১০/০২/২০১৮🖋️