কেউ যদি কারো খোঁজ না রাখে
কি এমন ক্ষতি হয় তাতে?
আহ্নিক গতিতে দিন রাতের খেলা
চলতেই তো থাকে–
হয়তো কেউ কেউ আফসোস করে;
আমিও করি,
ঠিক তাদেরই মতো,
তাতে কার বা কি আসে যায়?
তবে একটা পার্থক্যের তারতম্য রয়েছে–
তাদের মতো অবলীলায়, সহজে
প্রকাশ করতে পারি না
মনের সকল কথা, ব্যথা কিংবা দুঃখ।
একে অন্যের দোষ ধরা
চিরাচরিত অভ্যাস; অন্যের জায়গায়
নিজেকে দাঁড় করাতে চাই না,
যদি একবার এই কাজটি করতে পারি–
কারো মনে থাকবেনা কোনো আফসোস।
নদীর এপার বলে ওপারে সুখ;
ওপার বলে এপারে,
দুই পার যদি এক হতে পারতো
থাকতো কি কারো কোনো অভিযোগ?
—ফুরায় না অন্তর-জ্বালা।
কারো দুঃখ নয় যে কম;
মানুষ বুঝেও বুঝতে চায় না।
স্বার্থান্ধে খুঁজে চলি সকলে আপনার সুখ।
---------------------------------------
০১/১০/২০২০🖋️