ভীষণ ভাবে খুঁজে ফিরছি; একদণ্ড নিরিবিলি
সময় মিলে না; কোথাও একটু খানি একাকী
থাকার জন্য সব সুযোগ হারিয়ে গেছে যেন!
                        
চারদিকে যন্ত্রের টুংটাং, ইঞ্জিনের শব্দ,
গাড়ির হর্ণ, মোবাইলের রিংটোন, টিভির এড,
ক্যামেরার সার্টারের শব্দ– সাউন্ড বক্স থেকে
ভেসে আসে কত রকমের মিউজিক!
সবকিছুর সাথে ফের চলছে যুদ্ধের দামামা।

ঘরে-বাইরে কলহ– বাজারের ঊর্ধ্বগতি,
ঘুমানো পিল খেয়ে ঘুমানোরও উপায় নেই!
আগের চেয়ে সবকিছুরই ঢের দাম বেশি,
বছর শেষে দেখি; ঋণের বোঝা আকাশসম!
বইতে বইতে পিঠের ছাল চামড়া শেষ।

একটু শান্তি-স্বস্তির আশায় যেখানেই যাই;
দেখি স্বার্থের বাজার ভীষণ জমজমাট,
কেউ ডাকবে বলে অপেক্ষা করি বোকার মতো!
তবে নিঃস্বার্থভাবে শুধু ডেকে যায় প্রকৃতি–
শহর ছেড়ে বহুদূর থেকে; যার কোলে
দুদণ্ড নিরিবিলি সময় পাওয়া যায়....।

জমজমাট স্বার্থের বাজার ছেড়ে মাঝে মাঝে
নিরুদ্দেশ যাত্রা করি শান্ত প্রকৃতির কোল সন্ধানে,
তার কোলে উগলে দেই হৃদয়ের সব কথা,
পাওয়া না পাওয়ার, আশা-নিরাশার গল্প।।
_______________________
০৭/১০/২০২১🖋️