খুলেছে হাট-বাজার
                   সামনে বড় ঈদ,
ভয় হতাশা ঝেড়ে
                   গাইছি সুখের গীত!

মহাসড়ক উঠেছে জেগে
                   চলছে হাজার গাড়ি,
কলকারখানা বন্ধ হলেই
                   ফিরবে সবাই বাড়ি।।

মনে রেখো হাটুরে ভাই,
                   যানবাহনের যাত্রী সকল,
করোনা কিন্তু সব খানেই;
                   পোহাতে হবে বড্ড ধকল...।।

তবুও বলবো না ভাই–
                   সব কিছু বন্ধ থাকুক,
বলবো শুধু– নিয়ম মেনেই
                   সব কিছু চললে চলুক।।

নিজে নিজেই না হলে
                   ভীষণ রকম সাবধান,
নিজের সাথে যেতে পারে
                   আরো দু-চারটা প্রাণ।।
_________________
১৫/০৭/২০২১🖋️