প্রিয় স্বাধীনতা;
          এখনো ত্রিশ লক্ষ প্রাণের
          রক্তের কাচা দাগ শুকোয় নি।
          সম্ভ্রম হারানো দু'লক্ষ মা-বোনের
          আর্তচিৎকার এখনো! এখনো
                       আকাশে বাতাসে ধ্বনিত।

          প্রিয় স্বাধীনতা;
          কত মা আজও সান্তান হারানোর ব্যথা
          ভুলতে পারে নি– স্বামী হারা শোকে
          এখনো কাঁদে; আঁধারের সাথে।
          এভাবেই কাটছে কত বাবারও জীবন!
          ফিরবে দামাল ছেলে, স্ত্রী-কন্যাও,
                           অপেক্ষার শেষ হয় না।
          
          প্রিয় স্বাধীনতা;
          ভাই কাঁদছে বোনের জন্য–
          সম্ভ্রম হারা অভাগীর গালে আবার
                       আদরের আবীর মাখাবে,
          ভাই হারা শোকে বোনও ভুলে গেছে
          কাজল মাখা চোখের সৌন্দর্য।

          প্রিয় স্বাধীনতা;
          এখনও বুকে বুকে; ঘরে ঘরে হাহুতাশ,
          দুঃখ-কষ্ট, দীর্ঘশ্বাস, আফসোস
          টগবগ করে ভারী হতে থাকে; শুধু–
          তোমাকে পূর্ণ স্বাধীনতায় আজও
                              পাওয়া হয় নি বলে।
          তুমি যেন তোমার জন্মলগ্ন থেকেই
          অস্তমিতের পথে হাঁটছো...........।
_________________________
০১/১২/২০২১🖋️