এখনো বুকের ভিতরটা দুমড়েমুচড়ে উঠে,
হিম হয়ে আসে রক্তের গতি,
হৃদয়ের শক্তি কেঁপে কেঁপে ঝরে পড়ে–
যখনই মনের পড়ে মুক্তিযুদ্ধের কথা!

যুদ্ধ করিনি, যুদ্ধ দেখিনি, যুদ্ধের দামামা শুনিনি–
তবুও অনুভব করি স্বাধীনতার জন্য
পূর্বপুরুষদের মহিমান্বিত ত্যাগের কথা– মা হারানো
সন্তানের ব্যথা, বোন হারা ভাইয়ের কান্না,
সম্ভ্রম হারানো বোনের আহাজারি, সন্তান হারানো
পিতা-মাতার আকুতি– প্রতিবন্ধী, বৃদ্ধ-বৃদ্ধা, শিশু,
তরুণ-তরুণী– অগণিত লাশ, গুম-হত্যা,
সাদা শাড়ি, ওড়নায় ঝুলন্ত...ক্ষতবিক্ষত দেহ!

ক্ষুধা-তৃষ্ণা, আত্ম–গোপন, মৃত্যুভয়...
অবশেষে সবকিছুকে পিছনে ফেলে তাঁরা
ছিনিয়ে এনেছে স্বাধীনতা– আমাদের জন্য।।

সেই স্বাধীনতাকে পেয়েও খুঁজে মরি–
কারা যেন তাকে মুখোশ পরিয়ে রেখেছে!
হায়! স্বাধীনতা, তোমাকে পেয়েও; পাইনি আজও।
________________________
২৬/০৩/২০১৮🖋️          
উৎসর্গঃ ২৫শে মার্চ, ১৯৭১ এর কালো রাতে শহীদ সকল প্রাণ।