আয়ুষ্কাল থেকে প্রতিদিন কমে সবার বয়স–
পরপারে যাওয়ার সময় ঘনিয়ে আসে দ্রুত,
                             কে রাখে সেই খোঁজ?
মানুষের মাঝেই থাকে মৃত্যুর দূত চুপে-বসে,
মহান স্রষ্টার হুকুমের অপেক্ষায় প্রহর গোনে
                           রাত-দিন রোজ রোজ।

মৃত্যুর দিনক্ষণ নিয়ে তবুও মানুষের মাঝে
নেই কোনো হাহুতাশ; নেই কোনো দুঃশ্চিন্তা,
                                   সবাই শুধু ছোটে,
ঘুরে ফিরে পেলে জন্মদিন– মাতে আনন্দে,
বয়স বাড়ার সাথে অভিজ্ঞতার হিসেব মেলায়,
                               মানুষ বোকা'ই বটে।

আজ আছে জীবন; কাল নাও থাকতে পারে,
উড়ে গেলে প্রাণ পাখি, পড়ে রবে শুধু স্মৃতি
                             রয়ে যাওয়াদের মাঝে,
পরপারে সবার আরেক জীবনের সূচনা হলেও;
এপারে কেউ রয়ে যায় তার ভালো কৃষ্টির সাথে
                             রয়ে যাওয়াদের কাছে।

হায়! আফসোস, অচীন সাঁঝের মাঝে আমিও
একদিন হারিয়ে যাবো সবাইকে ফাঁকি দিয়ে,
                        যদি থেকে যেতে পারতাম–
চলে যাবার পরেও সব রয়ে যাওয়াদের সাথে,
ওপারের জীবনে সুখ-দুঃখ আর যা-ই জুটুক,
                      বোধহয় তবুও শান্তি পেতাম।।
_______________
৩১/১২/২০২০🖋️