কারো আপন হতে পারিনি আমি
বলো; দোষ দেবো কাকে?
কাউকেও পারিনি নিজের করতে
ব্যর্থতার দায় আপন কাধে।।
সুখগুলো সব বন্দী থাকুক
মনের খাঁচা জুড়ে,
দুঃখগুলো জড়ো হয়ে হয়ে
উঠুক হৃদয় ভরে।।
আমি কাউকে আর শোনাবো না
জীবনের কোন গল্প;
আমার কথা আমাতেই থাকুক
হয়ে অম্ল-অমৃত কল্প।।
বুঝেছি আমি জীবনের খেলায়
কেউ হয় না কারো!
স্বার্থ ফুরালে সবাই যে বলে
এবার হাতটা ছাড়ো।।
কারো সুখের রথে কখনো আর
হতে চাইবো না সঙ্গী,
দুঃখের দিনেও থাকবো নিরব
ঘরে কপাট দিয়ে একাকী।।
__________________
১৭/০১/২০২৩🖋️