কখনো কি দাঁড়িয়েছিলে সাগর ধারে?
অনুভব করেছিলে কি তার বিশালতা!
অনুমান কি করতে পারবে–
তার বুকে খেলা করে কত জল!
লালন-পালন হয় কত বড় ভয়ংকর শক্তি!
তার ঢেউয়ের গর্জনে খসে পড়ে কত নক্ষত্র!
সাগরের জল, বিশালতা, শক্তিমত্তা আর
গর্জনের কাছে তুমি-আমি-আমরা;
আমাদের অস্তিত্ব অতি ক্ষুদ্র– অথচ
তার ধারে দাঁড়ালে কত বিনয়ের সাথে
ধুয়ে দেয় চরণ যুগল!
হে মানুষ, আমরা কি তার থেকে
শিখতে পারি না নিরহংকারীর সংজ্ঞা?
মনে রেখো; অহংকারে মত্ত ছিলো বলে
আদমকে সেজদা করলো না আজাজিল!
তুচ্ছতাচ্ছিল্য, অবজ্ঞা করে নিজের
দাম্ভিকতা প্রকাশ করলো!
জ্বীন থেকে যে ফেরেস্তার মর্যাদা পেয়েছিলো,
অবশেষে হয়ে গেলো ইবলিশ বা শয়তান,
কেয়ামত পর্যন্ত ঘৃণা, গাল-মন্দ ছাড়া
কিছুই পাবে না সে।
অহংকারীকে স্রষ্টা পছন্দ করে না কখনো।।
_________________________
১১/০২/২০২২🖋️