কি ভাবো তুমি
          আমায় নিয়ে?

তুমি যাই ভাবো!
    যেমনটা ভাবো–
        আমি তেমনটা নই!

আবার যেমনটা ভাবো না
আমি তেমনটাও নই!

আসলে আমি আমার মতন
      একেবারে আমার মতন
                    অতি সাধারণ।
__________________
১০/০২/২০২৪🖋️