আজ আর কাউকে বিশ্বাস হয় না,
যে সকল শব্দ প্রষ্ফুটিত হয়
কলমের নিব দিয়ে ঝরা কালিতে–
সব যেন শুধু লোক দেখানো,
ভালো মানুষ হওয়ার অপচেষ্টা..।
'মন' বলে সবার আরেক জগৎ আছে–
সেখানে-ই যদি সুন্দর না হয় কেউ;
আলো-অন্ধকার, ভালো-মন্দ,
ছায়া-মায়া সব হয় একাকার।
কেউ যদি নিজেই না হয় বিশ্বাসী,
অন্যের প্রতি তার থাকে না বিশ্বাস–
অহেতুক অন্যের কাধে দোষ চাপিয়ে
ধরাছোঁয়ার বাইরে বেশিদিন টেকা যায় না–
অবিশ্বাসীরা জেনেও জানে না, মানে না।
মেরামতের অভাবে ঝড় আসার আগেও
যদি ভেঙে পড়ে ঘর– কাকে দোষ দিবে?
সময় থাকতেই ভুল স্বীকার করে
সম্মানিত হওয়া যায়,
শেষ প্রান্তে দাঁড়িয়ে চোখের জল ফেলেও
লাভ হয় না; যদিও কেউ করুণা করে যায়।
মানুষ, তুমি সাচ্চা মানুষ হবে কবে?
-----------------------------------------
২৭/১১/২০২০🖋️
#কোভিড_১৯ কালে লিখা