জানি না; আজ হঠাৎ কি কারণে
                  তাকে পড়লো মনে?
সেই কবে শেষ দেখেছি তাকে
      কোনো এক পড়ন্ত গোধূলিতে!

—কী ভীষণ কোকড়ানো চুল;
সমুদ্রের ঢেউয়ের মতো নির্ভুল,
সু-উচ্চ মিনার; টান টান নাক–
হিমালয়ের কোনো শাখা-প্রশাখা পর্বত,
দুল ছাড়া চোখে পড়েনি কান-জোড়া
রৌপ্য দাঁতের ঝিলিক, নভঃতারা।
হাঁটুনিতে কী ভীষণ নরম ছন্দ,
ছিলো রূপ, ছিলোনা রূপের দম্ভ।

খুব মৃদুস্বরে বলতো কথা,
লুকিয়ে রাখতো হাসিতে শত ব্যথা,
দু'হাতে দু'খানা চিকন চুড়ি;
আঙ্গুলের নখগুলো শ্বেতকায় নুড়ি।

শুধু তার স্বপ্নের কথা হয় নি জানা,
হয়তো আরো কিছু থেকে গেছে অজানা,
তবুও আজ মনে পড়ায় তাকে—
বুঝলাম, হৃদয়ের আরশিতে রয়েছে এঁকে।
ভালো থাকুক সে; যেখানেই থাকুক
রঙ্গিন স্বপ্নগুলো না ভাঙ্গুক।
------------------------------------------
০৪/১১/২০২০🖋️    

কবিতাটা আমার শৈশবের এক বান্ধবীকে নিয়ে লিখা।