চারদিকে জল মাঝে বৃক্ষ
যেন কেউ উঁচিয়ে রেখেছে
এক মসৃণ সবুজ ছাতা,
এ যেনো দৃশ্য নয়– জন্মভূমি
সোনালী সবুজ বাংলাদেশের
রূপের এক কবিতা।।
গাজনার বিল– সুজানগর, পাবনা,
সেখানে গেলেই দেখা মিলবে
এমন সুন্দর দৃশ্যের,
ফটো দেখে কি হৃদয়-দৃষ্টি জুড়ায়?
তবুও ফটোতেই চোখ যায় আটকে
প্রেম আমার; জন্মান্তরের!
হৃদয়ে বাংলাদেশ, রূপ-সৌন্দর্যে অপরূপ,
যেথায় খুশি; যাও, পাবে না'কো এমন আর;
বাংলাদেশে পাবে যেমন।
ইঞ্চি ইঞ্চি প্রকৃতির বুকে কত না সুন্দর দৃশ্য!
চষে বেড়াও যদি রাতদিন; ক্লান্তি পেয়ে গেলেও
ভরবে না তব মন।।
_____________________
০৩/১১/২০২১🖋️