সখী আমার,
যত দেখি তব রূপ মরে না যে তৃষ্ণা
ঐ রূপে মেতে আঁখি করে সুখ-বন্দনা।

ওগো তিলোত্তমা,
জীবনের প্রথম প্রেম তুমি, প্রথম ভালোবাসা
আঁখি নীড়ে কত যে জাগিয়েছিলে আশা!

ওগো নিরুপমা,
জানো না তুমি, তোমারই প্রেমে মজে
আমি যে পেয়েছি নিজেরে খুঁজে।

ওগো অনুপমা,
জীবনে প্রথম চিনেছিলাম তোমাকে–
শিখিয়েছো কতো কিছু নিজে থেকে আমাকে।

শুনো গো প্রিয় সাথী,
রয়েছো হৃদয়ের কোমল আরশিতে
কোনোদিনও ভুলবো না; কোনোমতে।

প্রিয়তমা আমার,
যেদিন হারিয়ে যাবে অনেক দূরে
সৌন্দর্যকে ভালোবাসার মনটা যাবে মরে।
---------------------------------------------
১৫/০৮/২০২০🖋️      

উৎসর্গঃ আমার নানী (আমার দ্বিতীয় মায়ের একমাত্র মা)।