রঙিন এই দুনিয়ায় রঙ ছাড়া কে চলে?
যার মনে রঙ নাই; তারে মানুষ কে বলে?
দুঃখের দরিয়াতেও ভাসে রঙের পেয়ালা
রঙ দেখে মানুষ ভুলে থাকে আপন জ্বালা।
এসো এসো; সবাই রঙ মেখে থাকি সুখে
অন্যায়-উৎপীড়ণ, পাপাচার দূরে রেখে।
হাতে হাত রেখে পাশাপাশি পথ চলি-
সর্বদা সত্য ও সুন্দরের কথা বলি।
সকলের সাথে মিলেমিশে থাকি রাতদিন
শোধ করে যেতে হবে বন্ধুত্বের ঋণ।
যে যা-ই বলে বলুক; সুন্দর ও সত্য পথে
থাকবো একসাথে, চলবো আনন্দে...।
রঙের দুনিয়ায় দম থেমে গেলে
সব রঙ নিমিষেই যাবে চলে–
সে কথাও যেন কভু না যাই ভুলে;
যতই ঝুলে থাকি রঙের ডালে।
-----------------------------------------
১০/০৯/২০২০🖋️
Ojiullah Pathary ভাইকে উদ্দেশ্য করে লিখা এই কবিতা.........।