এখনো যদি কোনো জ্যোৎস্না ঝরা রাতে
জানালার ফাঁক দিয়ে দৃষ্টি পড়ে
                  বাইরের উঠোনের উপর;
ভুলে দেখতে পাই তোমাকে,
যেন উঠোনের উপর খালি পায়ে,
উদোম গায়ে শীতল হাওয়া মেখে
                     পায়চারি করতে ব্যস্ত।

রোজ ভুলে যাই–
তুমি নেই, নেই তোমার ছায়া,
শুধু রয়ে গেছে মায়া আর স্মৃতি।

তারাদের মাঝে তোমাকে খুঁজি,
খুঁজি চাঁদের আলোয় তোমার ছায়া–
কখন ফিরবে বাজারের ব্যাগ হাতে?
জড়িয়ে ধরবে খোকা-খুকুকে?
আমার দিকে দুষ্টুমির চোখে চেয়ে
ক্লান্ত স্বরে বলবে, 'কি অবস্থা?'–
              আজও অপেক্ষায় থাকি।

দিন চলে চলে যায়; নির্ঘুম রাতও–
খোকা-খুকুরও বয়স বাড়ে,
শেষ হয় না অপেক্ষা করা।

আজও মেনে নিতে পারি না,
                      রোজ ভুলে যাই–
তুমি নেই; হঠাৎ করে তোমার
চিরতরে হারিয়ে যাওয়া কোনোমতে
           পারি না মেনে নিতে আজও।
-----------------------------------------
২২/০৭/২০২০🖋