এখন কেউ আর খুব ভোরে
মেঠোপথের তিন মাথার মোড়ে
আপাদমস্তক মুড়িয়ে মোটা চাদরে–
শিশির মাড়িয়ে, ঘন কুয়াশা ভেদ করে
দাঁড়িয়ে থাকেনা হাতে লাল গোলাপ ধরে।

এখন 'প্রেমপত্র' শব্দটা নিখোঁজ,
কেউ চিঠি লিখতে পাতা ছিড়ে না রোজ,
চোখে থাকেনা কাউকে না দেখার আফসোস,
যে কারো সাথে কথা বলা আজ বড্ড সহজ;
সম্পর্ক গড়েও যেমন- ভাঙেও রোজ রোজ।

দীর্ঘদিন প্রিয় কাউকে না দেখলে;
কিংবা কথা বলার সুযোগ না পেলে,
যে ঝড়ের ঝাপটা লাগতো হৃদয়ের পালে–
আজ তা অনুভূত হয়না যুগের হাওয়া বদলে,
তৃপ্তি যে মিলে মুঠোফোনে বৃদ্ধাঙ্গুল ছোঁয়ালে।

মাত্র এক ক্লিক'এ! শত গোলাপ শুভেচ্ছা,
যেকোনো স্থান থেকে 'অডিও কল' যখন ইচ্ছা,
ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমু–
              ইন-স্ট-গ্রাম কত কাহিনী! কত কিচ্ছা!
'ভিডিও কল'এ পূরণ দেখতে পাওয়ার লিপ্সা,
সম্পর্কগুলোতে ছেঁয়ে আছে অত্যাধুনিক তমসা।

গোলাপের আহাজারি শুনি না,
ভুল করেও চিঠির ভাষা মনে আসে না,
দীর্ঘদিন পর দেখা পাওয়ার আনন্দ বুঝি না,
মুখোমুখি বসে গল্প করার তৃপ্তি খুঁজি না–
ঘুমিয়ে গেছে মানবিক গুণগুলো, হায়!
             রোবটিক আবেগে চলে জীবন-বন্দনা।
-----------------------------------------
২১/১২/২০১৯🖋️