মৌসুমি আর নেই– এ কথাটা
কোনোমতেই বিশ্বাস হয় না,
নির্মম সত্য– তাকে আর কোনোদিন
ফিরে পাওয়া যাবে না।।
বাইশ বছরেই তার জীবন চাকাটা
থেমে গেলো চিরতরে!
কত স্বপ্ন, কত আশা, কতই-না বাসনা
ছিলো তার মনে, ছিলো কল্পনাতে
ভবিষ্যতের সাজানো সিঁড়ি!
তার বাইশ বছরের কুমারী
জীবন পাখি উড়ে গেলো, মুহূর্তের
এক অকল্পনীয় রোড এক্সিডেন্ট-এ!
তার সুন্দর মসৃণ মুখখানি,
চঞ্চল হাসি, দাঁতের রৌপ্য ঝিলিক,
মৃদু বাতাসের সখ্যতায় লম্বা কেশের
ঘন ঘন দোল খাওয়া, প্রকৃতির ছন্দে
ধীরে ধীরে হেঁটে চলা– কোনো কিছুই
স্মৃতিতে আনতে পারছি না।
তার কথা ভাবলেই দেখতে পাই–
পারমানবিক বোমা কিংবা
এ.কে ফোর্টি সেভেনের আঘাতে
ক্ষতবিক্ষত, অঙ্গহীন রক্তাক্ত
কোনো এক অপরিচিতার বিভৎস মূর্তি।।
-----------------------------------------
১৬/০৯/২০০৮ 🖋️
উৎসর্গঃ প্রয়াত বন্ধবী মৌসুমি'কে।