দু'চোখে অনেক দেখেছি–
কেউ হাসলেও তাকে বিশ্রী দেখায়।
আবার কেউ কাঁদলে
                         লাগে মায়াবী।

রাগী মানুষের মুখেও থাকে
                         মন মাতানো হাসি,
আবার হাসিমাখা মুখের রাগীভাবটাও
অনেককে করে তোলে আকর্ষণীয়।

কিন্তু তুমি! বিশ্বাস করো–
                   তুমি হাসলে আমি যেন
স্বর্গ করি বিচরণ আর রাগ'লে!
রাগান্বিত মুখখানি দেখলে যেন;
দৃষ্টি দিয়ে হৃদয়ে প্রবেশ করে
নরকের বড় বড় আগুনের গোলা।
------------------------------------------
২২/১২/২০১৮🖋️            
উৎসর্গঃ মোহনা