আর কোন দিনও কাঁদবো না আমি,
পাথর হতে শিখেছি– নাইবা রাখলি সম্পর্ক,  
নাই বা ভালো বাসলি। আরে তুই তো
নিজের সাথেই নিজের সম্পর্ক রাখিস নি,
                        নিজেকে নিজেই চিনিস না।
নিজেকে নিজেই কোন দিন ভালোবেসেছিস!
অন্যের সাথে সম্পর্কের মর্ম তোর কাছে
মরীচিকা ছাড়া আর কি হতে পারে?
প্রেম-পৃথিবীকে পুতুল ভেবেছিস, তাচ্ছিল্যতায়
অবহেলা করে নিজেকে ভাবিস মহাজ্ঞানী!
ভুল তো বোধহয় ভুল করেও করিসনি,
তাই অন্য কারো ভুল মানেইনতোর চোখে
                                  শুল মনে ধরা হয়।

তুই ভালো থাক তোর মতো করে; অহংকারে।
তোর জন্য একসময় আফসোস করেছিলাম,
সহানুভূতি কাকে বলে -তুই জানিসই না।
তোর বদলে কেউ না কেউ আসবেই; বন্ধুরূপে,
ধিক্কার দেওয়া স্বভাববিরুদ্ধ স্বভাব আমার,
তাছাড়া কষ্ট আর পাই না, তাই কাঁদবো না আর
তবে আগের মতোই ভালোবেসে যাবো তোকে;
কারণ তোকে হৃদয়ে আসন দিয়েছি শুরুতে
                                  শ্রদ্ধাভাজনেষু ভেবে।
--------------------------------------------
০১/০৪/২০১৮🖋️