মাঝে মাঝে ইচ্ছে করে;
কালো রাতের সাথে গল্প করি,
বলি– কত দুঃখে তুমি এতো কালো?
বলো; কত ব্যথা নিয়ে তুমি দিন শেষ করে
একাকী ঘুমাতে যাও?
সূর্যের আলো কি জ্বালিয়ে দিতে পারে
তোমার মনের মান-অভিমান, ব্যথা-কষ্ট?
আমার তো ব্যথাগুলো কমেই না,
দিন দিন বেড়ে বেড়ে হয় পাহাড় সম,
নির্ঘুম ভাবে কাটিয়ে দেই জীবন সময়
তোমার সাথে, অথচ তুমি কখনোই চাওনা
দুটো কথা কইতে; আমার সাথে–
কিভাবে চেপে রেখো সব!
এসো না, মুখ ফুটে শরম ভুলে
কষ্টগুলো খুলে বলি; দু'জন দুজনকে,
কমে যাক কিছু ব্যথা দুজনের মন থেকে,
কেঁদে কেঁদে হালকা হই দু'জনে।
________________________
১১/১১/২০১৮🖋️