কে যেন লিখেছিলেন গানের মাঝে–
'নিজ ভূমে পরবাসী'.......,
আমি যা দেখছি আপন সময়ে
সব যেন কুয়াশায় যাচ্ছে ভাসি।।

কখনো যা ভাবি নি; দেখছি তা–
বিকেল পাঁচটায় হাটের দখল শূন্যতায়,
সড়কে মালবাহী থাকলেও; নেই যানবাহন,
খেলার মাঠ থাকে নিরবতায়।।

হাসপাতালে অগণিত রোগী!
কবরস্থান- শ্মশানে পাতা ঝরা লাশ,
কি এক জীবাণু!  দিনের পর দিন
বিশ্ব বুকে চালাচ্ছে মৃত্যু– ত্রাস।

পুরো পৃথিবী আজ দূষিত; জলে-স্থলে
আকাশে বাতাসে স্বজনহারা বেদনা,
পৃথিবীর প্রত্যেকটি ঘর; ছোট-বড়
সব একটি করে জেলখানা।
______________
০৭/০৭/২০২১🖋️
#কোভিড_১৯ কালে লিখা...