চাঁদ ছোঁয়া যায় না
তার জ্যোৎস্না মাখা যায়,
স্বপ্ন ধরা যায় না
তবু সুখ পাওয়া যায়।
পৃথিবীর খোঁড়া পথে
চলে পোড়া মন,
হৃদয় ভাসে সুখে, বন্ধু;
তোমায় ভাবি যখন।
ব্যস্ততার ভীড়ে সব ভুলে
খুব ভালো থেকো,
নিরন্তর কামনায় বলি আমি
আপন মনে স্বপ্ন আঁকো।
----------------------------------------
১০/০৯/২০১৭🖋️