ভুলে যাও, যাও রে তোমরা ভুলে
তোমাদের তরে মোর যত অবদান,
রাখিও না মনে কোন ক্ষণে
মোর লাগি কোন পিছু টান।।
তোমাদের সুখ- হাসি, দূর হতে দেখি
জুড়া'বো অবুঝ পরাণ,
তোমাদের ঘরে বাজবে যে সুখের বাদ্য
তা-ই শুনিয়া বাধিব গান।
নিজেকে ভুলিয়া, ভালো বাসিয়া
করেছিনু যে ভুল,
আফসোস করিয়া কি লাভ বলো?
দিতে হয় যে মাশুল।।
বুঝিনাই সেদিন, ফুরাবে একদিন
তোমাদের সব প্রয়োজন!
কাঁদিবে নিভৃতে স্বেচ্ছায় করে থাকা
মোর সকল আয়োজন।।
আজ দূরে ঠেলে, মোরে ভুলে গিয়ে
যদি ভালো থাকো প্রিয়জন,
তবে কি এসে যায় মোর চলার পথে?
খানিক শুধু ব্যথিত মন!
বরং সাদুবাদ জানাতেই যে হয়!
শেখালে যে মোরে চলতে একা,
দেখালে অনেক যোগবিয়োগ,
যা কল্পনাতেও হয় নি দেখা।।
আমি শুধু ভাবি, রাতদিন ভাবি
তোমাদের কাছে কত যে ঋণী,
দিয়েছিনু যতটুকু যা, তোমাদের ;
তা কখনো নয় সামান্য দামী।।
কেমনে করিবো শোধ ঋণ যত,
সেই ভাবনায় থাকি বিভোর,
আর তোমরা আজ সব ভুলে
হিসাব মিলাও আপন-পর।।
তোমাদের বিবেকে যা চাহে
করে যাও অবলীলায়,
কি এসে যায় আমি যদি
পরে থাকি অবেলায়?
তোমাদের মতো চাইবো না কোনদিন
ফুরিয়ে যাক কারো লণ্ঠনের জল,
পৃথিবী একদিন সাক্ষী দিবে মোর লাগি-
ভাঙ্গবে তোমাদের অহমিকার যত বল।।
---------------------------------------
২৮/০৬/২০১৯🖋️