বরষায় জেগে উঠে ঘর ঘেষা নদী,
উথাল-পাতাল ঢেউ ছুটে চলে বেশ,
বুক ভরা প্রেম নিয়ে ব'য় নিরবধি–
মুছে ফেলে অতীতের ছোট বড় ক্লেশ।।
বরষা চলে গেলেও বুকে রাখে জল;
নদীটার দুই পাশে ফসলের ক্ষেত–
কাচা ধান দেখে বাড়ে কৃষকের বল,
নদীর বুকেই যেন জীবন-বসত।।
হাঁটু জলে পালে কত সু-স্বাদের মাছ,
কত পশু-পাখি আসে; মেটায় পিপাসা,
বাঁকে বাঁকে দাঁড়িয়ে যে কত শত গাছ,
প্রেমিকার মতো দিয়ে যায় ভালোবাসা।।
নদীর নাম পাথরাজ; প্রেয়সী আমার,
তারে রেখে দূরে গেলে হৃদয়ে তোলপাড়।।
-----------------------------------------------------------------------
১১/১১/২০২০🖋️
রূপসী বাংলা' -১২ থেকে ১১
অক্ষরবৃত্ত ছন্দ (পয়ার) ৮(৬+২) + ৬ = ১৪ মাত্রা।
পর্ব সংখ্যা- ২