তার চোখ দুটো কাজল কালো,
ঠোঁট দুটো পলাশ- লাল
সে আমার প্রেয়সী, জীবনসাথী
আমায় করেছে বেসামাল।।

ঘন কালো লম্বা চুলে তার
সূর্যের আলো খায় দোল
কালো ভুরুর মাঝে কালো টিপ
আমায় দোলায় টলোমল।।

সে যে মিষ্টি সুরে বলে কথা
ঠোঁটে গোলাপ ফুটে
তার গায়ের গন্ধে প্রজাপতি
পিছে পিছে সব ছুটে।

সে হাসলে আমি স্বর্গ দেখি
দেখতে থাকি অবিরত,
কাঁদে যদি একটুখানি, আমি
হৃদয়ে হই ক্ষতবিক্ষত।।

সে লুকিয়ে রাখে বুকের মাঝে
অনেক চাপা কান্না,
সংসার নামক জীবন খেলায়
অনেক কিছুই পায় না।।

দুটো জীবন, দুটো প্রাণ
সাংসারিক সব মান অভিমান,
দু'জনাতেই করে আদানপ্রদান
গেয়ে যাই জীবনের গান।

প্রেয়সী আমার জীবনীশক্তি
অনুপ্রেরণার তাজা ফুল,
তার প্রেমেতে জীবনভর আমি
থেকে যেতে চাই মশগুল।।
--------------------------------------------
২০/০১/২০১৯🖋️
                             উৎসর্গঃ মোহনা