যে কথা যায় না বলা
যায় না বলা মুখে,
সে কথা বুঝে নিও তুমি
বুঝে নিও চোখ দেখে।
ভালোবাসার গল্প যত
হয় যে হৃদয়-হৃদয় মিলে,
সুখে দুঃখে রাত দিন
থাকে বড্ড ঝিলমিলে।
সব কথা কানে-মুখে
বলতে কভু হয় না,
কিছু কথা বুঝে নিও
হয়ে সোনার ময়না।
প্রেমের রাজ্যে সবার থাকে
ঐশ্বরিক এক শক্তি,
সেই শক্তিতেই একে অপরের
পায় যে পরম ভক্তি।
এখানে না বলা যত কথা
হয়ে যায় শত বলা;
যুগান্তরের পথ ধরে
শত বছর হয় যে চলা।
থাকে যদি মান-অভিমান
তবুও নেই যে ক্ষতি,
সময়-ই ঠিক করে দেয়
এখানে সবার গতি–
এখানে সুখী-দুঃখী
সকলে সমান সমান
থাকে না যে বেশিদিন
কারো মান-অভিমান।।
------------------------------------------
৪/০৯/২০২০ 🖋️