ঐ চাঁদটা প্রায়ই ডাকে–
তার উঠোনের দিকে নজর দিতে,
জ্যোৎস্না ঝরে আমার গায়ে;
খুব আক্ষেপ করে বলে— 'তুমি বাপু
বড্ড একচোখা, ভালোবাসার অমৃত সুধাও
আর পান করতে চাও না।'
উপবন থেকে সুন্দরী সুগন্ধি প্রসূনেরা
সৌন্দর্য আর সুগন্ধে মশগুল করে যায় সর্বদা,
সাড়া না পেয়ে বিষন্নতায় দিনরাত কাটায়..।
আসলে সবকিছুতে আসক্তি আছে,
মনের বয়স চিরতরুণ; কমে না— বাড়েও না,
কী ভীষণ ব্যস্ততা! আজ প্রেমে পড়ার
সময় মিলে না, একদমই মিলে না—
তবুও মাঝে মাঝে প্রেমে পড়ে যাই; তোমার।
কী যে ভীষণ মায়া নিয়ে আজও দাঁড়িয়ে;
যেন আমারই অপেক্ষায়! কী যে আবেগে
টেনে নাও কাছে— খুব কাছে, ছুঁয়ে দাও
হৃদয়ের দেয়াল, স্বপ্ন আর কল্পনায়
মাঝে মাঝে শুধু 'তুমি-ই' অনুভূত...তখন!
সবকিছু আড়াল করে তোমাতেই শুধু
ডুবে থাকি, থাকতে ভালোবাসি–
এ-কি আমার ভুল! না কি 'প্রেম'টা আজও
মরে নি বলেই এমন হয়— জানি না।
তবে জানি— প্রেম না কি মরে না;
সময়ে সময়ে নড়েচড়ে উঠে–
শতমাইল দূরত্ব ও ব্যস্ততার মাঝেও.....।
----------------------------------------
০৭/০৩/২০২০🖋️