পাহাড় কেটে সমান করা– প্রেমিকার
      কষ্ট লাঘবে পাহাড়ের বুক ছেচে
      আস্ত রাস্তা বানানো; প্রেমিকার বাঁকা
      অধরের কোণায় জমে থাকা হাসিতে
      নিজেকে ভুলে তাজমহল বানানো–
      লাইলী-মজনু, শিরী-ফরহাদ কিংবা
                             রোমিও-জুলিয়েট হওয়া,
      মৃত্যুকে বরণ করে অমর হওয়ার
      সাহস তো একমাত্র প্রেমের কাছ থেকেই
                       অনায়াসে পাওয়া যায় প্রিয়।

      সেই প্রেমের কাছ থেকে পাওয়া সাহসে
      আমিও পথ রুখে দেই বারবার।
      আমাকে সে পথ থেকে সরাবে একচুল!
                                    আছে কার হিম্মত?
-----------------------------------------
২১/০৭/২০১৮🖋️