কারো প্রায়শ্চিত্ত দেখবো!
এমন ভাবনা ভাবি না আমি;
                       জানোই তো–
এই ভব রঙ্গের মেলা-বাজারে
কার দম কখন ফুরিয়ে আসে,
কার আগে কার জীবনে বাজে
                          মরণ বীণ!
কেউ তো জানে না সে কথা...........।

তবে; কেউ না কেউ দেখবে,
দুনিয়ার ধার দুনিয়াতে থেকেই
শোধ করে যেতে হবে সবাইকে,
তুমি-আমি যে যতটুকু করেছি–
             অবিচার, বে-ইনসাফ,
চালাকি করে ঠকেয়েছি অন্যকে,
কাকে কত কম দিয়েছি মাপে–
আপন আপন মনে রয়েছে জানা।

নিজেদের কর্মফলের প্রায়শ্চিত্ত
যদিও দেখার সৌভাগ্য! না হয়–
ভেবোনা অন্য কেউ দেখবে না....।
______________
২১/০৫/২০২১🖋️