সুবোধ, তুমি থাকলে এ-কথাই বলতাম–
চলো হারিয়ে যাই, দূর অজানায়...!

এখানে এখন–
খোলা আকাশে পাখি উড়ে না,
গুনে শেষ করা যায় না বোমারু বিমান।
বৃষ্টির মতো বোমা পড়ছে পৃথিবীর উপর,
গহীন বনের পশুরাও স্বস্তিতে নেই,
বুলেটের শব্দে ঝিঝি পোকারাও ঘুমিয়ে থাকে!
আর মানুষ! তাদের কথা বলতেও কষ্ট ও ঘৃণা হয়।

দখল করতে যারা যুদ্ধ করছে– তারাই
আজ মান্যগণ্য, বরেণ্য, নিরপরাধী!
স্বাধীনতার জন্য যারা প্রতিবাদ গড়ে তোলে,
প্রতিশোধ নিতে অস্ত্র হাতে নেয়–
                   তাদের বিচার হয় এখানে!
অথচ; শক্তিধরদের হাতে নির্বিচারে প্রাণের
নিধন হচ্ছে, গড়ে ১৫ মিনিটে একটি করে
                 শিশুর মৃত্যু যুদ্ধের তুচ্ছ ফল!

সুবোধ; পৃথিবীতে তুমি থাকলে
এসব সহ্য করতে পারতে না, যুদ্ধ আরও
বেরে যেতো– হোক তা ন্যায়ের পক্ষে,
মৃত্যুর সংখ্যা তারার চেয়ে বেশি হতো!
হারিয়ে গিয়েই তুমি বেশ আছো....,
আজ পশুরাও বলছে; মানুষ তাদের চেয়ে
               বড় জানোয়ার হয়ে গেছে আজ!
_________________________
২৮/১০/২০২৩🖋️
উৎসর্গঃ ফিলিস্তিন সহ সব দেশের স্বাধীনতাকামী যোদ্ধাদের শুভ কামনায়...