পরিস্থিতি ঠিক এমনই—
            আলো খুবই অল্প,
               ছায়া ও মায়া
                   দুটোই ক্ষীণ–স্বল্প।

         যা কিছু সুবিধা,
             তাহাদেরই তরে–
                 অনেক কিছু রহিছে
                     যাহাদের ঘরে।

         আজি কষ্টে থাকা মানুষেরা
             কিছুই নাহি পায়– ছায়া বা মায়া,
         তাহাদের জীবন ঘিরে খেলিছে
             নসীব লীলার অচিন আলেয়া!
_____________
০৪/০৬/২০২১🖋️